ঘুম যখন ভাঙ্গল তখন সূর্য মাথার ওপর। অভ্র হাত বাড়িয়ে হাত ঘড়িতে সময় দেখলো সাড়ে বারোটা। ঘড়িটা জায়গা মত রাখতে গিয়ে কাল রাতে পাওয়া চাবিটা চোখে পড়লো। তবে কি এই চাবিটা ওই তোরঙ্গটার তালার চাবি? কে বার করলো এই চাবি? তবে কি সত্যিই কোনও মানুষ ঢুকেছিল ফ্ল্যাটে। কিন্তু কে!!
এইসব ভাবতে ভাবতে বসার ঘরে এসে দাঁড়ালো অভ্র যেখানে কাল রাতে আলমারির সব জিনিস ইতস্ততঃ ছড়ানো ছিল। আর ঢুকেই চমকে গেল সেখানে কিচ্ছু ছড়ানো নেই। অভ্র দ্রুত আলমারি খুলল। সব কিছু গোছানো, যেমন গুছিয়ে রেখেছিল। তবে কি ও স্বপ্ন দেখেছিল?তাহলে এই চাবি,এটা কোথা থেকে এল! মাথার মধ্যে সব পাকিয়ে যাচ্ছিল। অভ্র মুখ হাত ধুয়ে কফি করলো। বাজার কিছু ছিলনা তাই ডিম আর আলু দিয়ে ভাত বসিয়ে কফি নিয়ে বসার ঘরে এসে বসলো। একমনে ঐ তোরঙ্গটা দেখতে লাগলো অভ্র। পুলিশ কেন তোরঙ্গটা খোলেনি। নাকি খুলেছিল? প্রশ্নটা মাথার মধ্যে ঘুরতে লাগলো। একবার মনে হল তোরঙ্গটা খুলে দেখবে। কিন্তু পরক্ষনেই মনে হল,কি হবে খুলে। ভাত হয়ে গিয়েছিল। স্নান সেরে গরম-গরম ভাত খেয়ে তৈরী হয়ে নিল। অফিসের গাড়ী কাছাকাছি এলে ড্রাইভার মিসড কল দেবে। অভ্র বারান্দায় গিয়ে দাঁড়াল। নীচের লোকগুলো পিঁপড়ের মত লাগে। সামনেটা পুরো ফাঁকা। হুহু করে হাওয়া দিচ্ছিল। বারান্দায় রেলিং আছে কিন্তু বক্স গ্রীল নেই। হাওয়ার ঠেলায় মনে হচ্ছিল পরে যাবে নীচে। ঠিক সেই সময় সদর দরজায় কলিংবেল বেজে উঠলো। এই ভর দুপুরে কে এল! এখানে তো কাউকে সে চেনেই না। আর কেউও তাকে চেনে বলে মনে হয়না। এই ফ্লোরে আর একটা ফ্ল্যাট আছে বটে কিন্তু তার বাসিন্দা তো শুনেছি আমেরিকা না কোথায় যেন একটা থাকে। অভ্র ম্যাজিক-আইতে চোখ লাগাতেই একটা ভয়ঙ্কর চোখ দেখতে পেল। চোখটা যেন ম্যাজিক-আইয়ের ওপাশ থেকে ওর দিকেই তাকিয়ে আছে। চকিতে এই দৃশ্যে তার প্রাণবায়ু উড়ে গেল। ছিটকে সড়ে এল দরজার পাশ থেকে পরক্ষণেই মনে হল,ধুর মাথা খারাপ হয়ে গেল নাকি তার! দরজার ছিটকিনিতে হাত দিতে যাবে তখনই ফোন বেজে উঠলো, গাড়ী এসে গেছে। দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে এল অভ্র। অফিসের তাড়ায় ভুলেই গেল যে একটু আগে কি ঘটেছিল। লিফ্ট থেকে নেমে বেশ অনেকখানি হেঁটে তারপর মেনগেট। গেটের কাছাকাছি যেতেই দিনের গার্ডটা বেরিয়ে এল “দাদা বেড়চ্ছো?”। ওকে দেখে একটু আগের ঘটনাটা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো। অভ্র ঘটনাটার কথা আদ্যপান্ত ওকে বলল। লক্ষ্য করছিল ওর মুখের আর চোখের দৃষ্টির পরিবর্তন। “এরকম কখনও আবার হলে দরজা খুলবে না,যা কিছু হোক”
অভ্র মৃদু হেসে বলল, “কোনও আত্মা হলে কি সে আমার দরজা খোলার অপেক্ষা করবে?”
—“করবে দাদা। আমি বোঝাতে পারবোনা। শুধু যা বললাম তাই-ই করবে”
ঠিক তখনই অফিসের গাড়ী এসে দাঁড়ালো গেটের বাইরে।
চলবে
No comments:
Post a Comment