Saturday, 22 October 2016

দেখা


খুব আশ্চর্যজনক ভাবে  একটা মলে দেখা হয়ে গেল তুষারের সাথে। আমি মেয়েকে ওর বন্ধুর বাড়ীতে নামিয়ে দিয়ে লেকমলে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ  পরিচিত একটা ডাক ‘ওই’ শুনে পিছন ঘুরে দেখি ও। ও আমাকে নাম ধরে ডাকতো না।  ঐ ‘ওই’ বলেই ডাকতো। ওর সাথে আমিও অবাক হলাম যে এখনও ডাকটা ভুলিনি। আমার থেকে ৯বছরের ছোট ছিল দেখে মনে হচ্ছে আমার থেকে ৯বছরের বড়। চুল পেকে গেছে। চেহারাটাও সামান্য ভারী হয়েছে। কিন্তু চোখের সেই চাউনি এখনও আগের মতই। আমি বললাম, “আমি বুঝতে পারছি না আমার কিভাবে রিআ্যাক্ট করা উচিত”। কারণ শেষের দিকে সম্পর্কটা খুব তিক্ত হয়েগিয়েছিল।আমি ওকে বুঝিয়েছিলাম,আমি বিবাহিত। আমার সাথে সম্পর্ক রাখলে ওর কষ্ট শুধুই বাড়বে। ওজীবনে থিতু হতে পারবেনা।  ও আগের মতই হাহা করে হেসে বলল,“তুই এখনও আগের মত পাগলীই আছিস! তুই যেমন ইচ্ছা বিহেব কর আমি মাথা পেতে নেব”।খুব খারাপ ব্যবহার করে আমাকে মানষিক ভাবে পুরোপুরি বিপর্যস্ত করে ও চলে গিয়েছিল। হয়ত আমার প্রতিশোধ নেওয়া উচিত ছিল। কিন্তু পারিনি! ও-ও কোলকাতা ছেড়ে,কোলকাতার সব কনটাক্টস্ ছেড়ে চলে গিয়েছিল গুঁরগাও।   শুনলাম ও মেট্রো স্টেশন থেকে আমায় ফলো করছে। বললাম ,“জানিস কোনও মহিলাকে ফলো করা অনৈতিক!” ও আবার সেইরকম করেই হাসলো। আমরা ওপরের রেস্ট্রোরেন্টটায় গিয়ে বসলাম। জিগ্গেস করলাম বউ মেয়ের কথা। চকিতে গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “আমার বিয়ে করাটাই ঠিক হয়নি জানিস। তোর ওপর অভিমান করে তড়িঘড়ি বিয়েটা করেছিলাম। ভেবেছিলাম তোকে দেখিয়ে দেবো তোকে ছাড়াও আমি সুখী হতে পারি”। তুষার থামলো। আমি ভয়ে ভয়ে  ওর নীচু করে থাকা মুখের দিকে তাকিয়ে বললাম, “পেরেছিস সুখী হতে?”। হট্ করে মুখটা তুলল। মুখে সেই স্বভাবসিদ্ধ স্মিত হাসি কিন্তু চোখ ছলছলে,“সুখী হলে কি আজ আমি এখানে আসতাম? বউকে আপ্রাণ চেষ্টা করি ভালো রাখতে। কিন্তু মেয়েতো,ঠিক বুঝে যায়,আমি অভিনয় করছি। ঠিক যেভাবে তুই আমার সবকিছু বুঝে যেতি।”

এইভাবে অনেক কথা হল। যাবার সময় বল্লাম,“আমি ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস!” ও অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে বলল,“একবার যে তোর সাথে মিশেছে সে তোকে ভালো নাবেসে,ভুলে থাকতে পারবেনা রে বোকা। তুই নিজেই তোর তুলনা”। লিফটে উঠে আমার দিকেই তাকিয়ে ছিল। তারপর বলল,“আমায় ক্ষমা করে দিস আমি তোকে ভুলতে পারলাম না বলে”।  লিফটের দরজাটা খুলে গেল সাথসাথে। আর ও বেরিয়ে,“চলিরে” বলে কোথায় হারিয়ে গেল।  আমিও আর খুঁজলাম না। বোধহয় ও হারিয়ে যাওয়াই দুজনের পক্ষে ভালো।

No comments:

Post a Comment