Sunday, 21 October 2018

প্রেম~৭ম

আজ ষষ্ঠ দিন মাটি নিয়মিত যায় তমাল কে দেখতে যায় যার ফলশ্রুতি কলেজ অনিয়মিত। আজ যখন সাইকলজি ক্লাসে ঢুকলো শোভা আগে থেকেই ছিল। মাটি কে দেখে সড়ে গিয়ে বসার জায়গা দিল।
"তমাল কে দেখতে গিয়েছিলি?" শুরুটা শোভাই করলো।
"হুমমম" সংক্ষিপ্ত উত্তর।
"আপসেট মনে হচ্ছে" শোভা বল্ল
"ঠিক আপসেট না। আজ ছেড়ে দেবে, বাড়ি যাবে" মনে হল যেন মাটি দির্ঘ্যশ্বাস টা লোকালো।
শোভা কিছুক্ষন চুপ করে থেকে বল্ল, "তুই বোধহয় ভুলে যাচ্ছিস"
খুব অবাক হয়ে মাটি প্রশ্ন করল, "কি ভুলে গেছি"
শোভা বলে চল্ল, "ক্লাস নাইনে তুই প্রতীজ্ঞা করেছিলি....." ভুলে যাওয়া কথা মনে পড়লো মাটির। বাবার সেবার খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিলো। যেকারনে বাবাকে বড় চাকরিটা ছাড়তে হয়েছিল। একদিন স্কুলে এই শোভার কাছেই মাটি বলেছিলো, আগে আমি নিজের পায়ে দাঁড়বো তারপর অন্যকিছু ভাববো।মাটি এবার সত্যিই আপসেট হয়ে পড়লো। এতো গুরুত্বপূর্ন কথা সে ভুলে গেলো কি করে। বাবার অপমান মার কষ্ট সব ভুলে গেল সে!
ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে দেখলো প্রবাল একটি ছেলের সাথে কথা বলছে। মাটি গিয়ে সামনে দাঁড়তেই ছেলেটি চলে গেল। প্রবাল মাটির দিকে ঘুরলো।
"খবর পেলেন কিছু৷" মাটির প্রশ্নের উত্তরে প্রবাল বল্ল, "সেটাই তো আশ্চর্য্য লাগছে। কোত্থাও কোনও খবর নেই!"।
" সহেলীর পিছনে লোক লাগান" মাটির কথায় প্রবাল অবাক হয়ে, "আপনি সিওর?!!"
"না সিওর নই তবে আমার ইন্টিউশন তাই বলছে। চার চারটা দিন আমি ওর জন্যই নার্সিংহোমএ অপেক্ষা করেছি কিন্তু ও আসেনি।..... "
"আপনি ঠিক বলেছেন, যেখানে সারা কলেজ জানতো ব্যাপারটা, সেখানে ওকে জানানোর পর ও আকাশ থেকে পরেছিলো" কথা শেষ করে প্রবাল মাথা নাড়তে নাড়তে চলে গেলো।
প্রবাল চলে যেতে শোভা বলে উঠলো, "তুই এই কারনে রোজ যাচ্ছিলি?"
মাটি একটা তির্যক হাসি হেসে বল্ল, "সব যদি তুই বুঝে যেতি তাহলে তো দেশের আর এতো কষ্টই থাকতো নারে!"

আজ তমালের সেলাই কেটে আবার প্লাস্টার করে দেওয়া হবে।আজকের দিনটা থেকে কাল বাড়ি  যাবে। এই কদিন সব সময় মাটি তার সঙ্গে ছিল। যে নিজের পড়াশোনা আর কেরিয়ার নিয়ে এত সচেতন সে সব কিছু দূরে সড়িয়ে শুধু শুধু কেন এখানে এতদিন বসে রইলো? কেন? নিজেকেই নিজে প্রশ্ন করছিল তমাল। দরজায় ক্যাঁচ আওয়াজ, প্রবাল এসেছে। আজ মাটি আসবেনা তমাল জানত। তবে মাটিকে দেখলে, ওর সাথে কথা বললে যে অদ্ভুত ফিলিং হয় সেটা তমালের খুব ভাল লাগে।  বাড়ির লোকের মুখোমুখি ও হবেনা সেটা তমাল জানত। ও সবার থেকে আলাদা। কোনোরকম আডভ্যান্টেজ নেওয়া ওর পছন্দ নয়
"কিরে আজ কেমন ফিল করছিস" প্রবালের কথায় সম্বিত ফিরলো তমালের।
"বেটার, কিছু জানতে পারলি কাজটা কার"
"পরশু পর্যন্ত পারিনি। তবে কাল মাটি একটা ক্লু দিলো। ভেবে দেখলাম ওর কথা দম আছে। সেইমতো ছেলে লাগিয়েছি। একটু দেরী লাগবে হয়তো কারন আমরা দেরী করে ফেলেছি। দেখা যাক। চাপ নিসনা।" প্রবাল যেন নতুন রাস্তা পেয়েছে। কাল যখন এখান থেকে বেরিয়েছিলো খুব মুষড়ে পরেছিলো।
"কি বলেছে মাটি?" তুমালের কথায় হরহর করে বলেদিলো সব কথা প্রবাল।মাটি যে বলতে বারণ করেছিল, সে কথা আর মনেই রইলো না। এত কথার উত্তরে তমাল যখন শুধু "ও" বলল তখন প্রবাল নিজের ভুলটা বুঝলো। তমাল বুঝলো কত বড় বোকা সে! মাটি কোনো মনের তাগিদে নয় এসেছিল থেকেছিলো শুধু স্বার্থের তাগিদে!! মাটির মত মেয়ের কাছে মনের তাগিদ আসা করাই বোকামি। মাটিও অন্য মেয়েদের মতই। ছি ছি ছি কি বোকা সে, বালিতে প্রাসাদ তৈরির স্বপ্ন দেখেছিলো।




















No comments:

Post a Comment